আবু ইউসুফ মিন্টু :
পরশুরামের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ফেনী জেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এসব কথা বলেছেন।
তিনি বলেন, নির্বাচনে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংসহ ভোট গ্রহন কাজের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রের ভিতরে কোন অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সাবার আগে প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন, কেন্দ্রের ভিতরে কোন প্রার্থীর এজেন্ট গোপন কক্ষের ভিতরে যাবার অভিযোগ পেলে এবং কি কোন প্রতীকে ভোট দেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।
তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে্ পর্যাপ্ত আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে। প্রতি ইউনিয়নে একজন করে ম্যজিষ্ট্রেটসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় পরশুরামে ৩টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ নভেম্বর তিনটি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এনির্বাচনে 88জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেন।
আইনশৃংখলা সংক্রান্ত সভায় বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠ ও শান্তিপুর্ন অবাধ নিরপেক্ষ হবে, পরশুরামে তিনি একটা সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবেন বহিরাগত ঠেকাতে তিনি আগামী ২৭ নভেম্বর থেকে ফেনী পরশুরাম সড়কের পরশুরাম প্রবেশ পথ পুলিশের চেকপোষ্ট বসাবেন, কোন বহিরাগতকে পরশুরামে প্রবেশ করতে দেয়া হবেনা। সব ধরনের যানচলাচল বন্ধ করে দিবেন। ফেনী জেলার সবচেয়ে দক্ষ ও শক্ত পুলিশ কর্মকর্তাদের পরশুরামে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হবে। পুলিশ সুপার বলেন, নির্বাচনে এলাকায় তিনি নিজে উপস্থিত থাকবেন এবং আইনশৃংখলা বিঘ্নকারীদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দত্তের সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী, বিজিবির এ .ডি মোঃ দেলোয়ার , পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।উপস্থিত ছিলেন, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ দাইয়ান প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









