স্টাফ রিপোর্টার :
ফেনী জেলার শ্রেষ্ঠ জয়িতা হোসনে আরা বেগম চৌধুরী। বয়স ৭৮। তিনি একজন সফল জননী হিসেবে ‘জয়িতা অন্বেষণ’ শিরোনামে ফেনীর ছয় উপজেলায় শ্রেষ্ঠ জয়িতাদের একজন হয়েছেন।
৯ ডিসেম্বর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এই আয়োজন ছিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
সফল জননী প্রথম জয়িতা হোসনে আরা বেগম চৌধুরী । তিনি ফেনী জেলায় জন্মগ্রহন করেন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী। চার সন্তানের জননী হোসনে আরা বেগম চৌধুরী পড়ালেখায় মেধাবী হলেও এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছেন। অল্প বয়সে বিয়ে হয়ে গেলেও দীর্ঘ সংসার জীবণে কোথাও কোনো ভুল ছিল না। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা ও একজন ব্যবসায়ী। ফেনীর পরশুরামে গুথুমা গ্রামে তার বাড়ি। ব্যবসায় জড়িত হওয়ার পূর্বে স্বামীর আর্থিক অবস্থা ছিল সংকটাপন্ন। তিনি শ্রম ও মেধা দিয়ে সন্তানদের প্রতিষ্ঠিত করে তুলেছেন। তিনি একজন সফল স্ত্রী ও সফল মা। সংসারের সেই সফল মায়ের অবদানে আজ এ দেশের একজন সফল জননী হতে পেরেছেন। তার চার ছেলেমেয়ের মাঝে প্রথম সন্তান ছেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে কাজ করার সময় ফেনী জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিক রাখেন। মেঝ ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে একটি বেসরকারী ব্যাংকের শীর্ষ পর্যায়ে চাকুরীরত আছে। ছোট ছেলে শিক্ষাজীবন শেষে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ছোট মেয়ে পড়ালেখা শেষে বিবাহসূত্রে কানাডায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন।
সফল জননী হোসনে আরা বেগম চৌধুরীর সন্তানরা এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের সেবা করে যাচ্ছেন। সফল জননী হিসেবে প্রথম জয়িতা পুরস্কার পেয়েছেন এই অনুভূতিতে তিনি জানান এটা সমাজ, সংসার ও এ দেশের কাছে বিশাল পাওয়া। এ দেশের প্রতিটি সন্তান যেন তার সন্তানদের মতো হয় এবং প্রতিটি মা যেন সফল জননী হয়- এটা প্রত্যাশা করেন সফল জননী হোসনে আরা বেগম চৌধুরী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









