স্টাফ রিপোর্টার :
ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে ফুলে ফুলে শোভিত হয়ে আছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ফেনী সরকারি কলেজ ফটক থেকে একটি র্যালি বের হয়ে শহীদ মুক্তিযোদ্ধা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রশাসনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
শেষে কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল আলম, সিভিল সার্জন রফিক উস সালেহীন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ফেনীতে অরক্ষিত বধ্যভূমিগুলো যাচাই-বাছাই করে তালিকাভুক্তকরণ এর মধ্য দিয়ে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সভায় বক্তারা, ৭১-এর ১৪ ডিসেম্বর সারাদেশে বুদ্ধিজীবীদের নারকীয় হত্যাযজ্ঞের কথা তুলে ধরে পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদরদের তালিকা করে তাদের শাস্তির দাবি জানান।
সকালে বধ্যভূমিতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সামাজিক-রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









