স্টাফ রিপোর্টার :
আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রতীক বরাদ্ধ পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন ৫৬৭জন প্রার্থী। চার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১১জন, সাধারণ সদস্য প্রার্থী ৪৫৫ জন ও সংরক্ষিত সদস্য প্রার্থী ১০১ জন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নির্বাচনী সভা ও গণসংযোগ নির্বিঘ্নে চললেও নৌকার প্রার্থীও তাদের লোকজন দ্বারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় বাধাসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের স্থানীয় দৌলতপুর ডাইল ব্যাপারীর দোকান এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি বলেন, দীর্ঘদিন আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলাম। আপনারা আমাকে কাছে-দূরে থেকে দেখেছেন। আমি চেস্টা করেছি সবার মাঝে আইনের শাসনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ৷ আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত করে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সমাপ্তির সুযোগ করে দেবেন।
ধলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান ভুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোবায়ের শাহা রিমন, সহ সভাপতি মো. হাসান সবুজ, সানা উল্লাহ নুরী, আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক একরামুল হক বাবুল। সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মিশু।
স্বতন্ত্র প্রার্থীদের যত অভিযোগ :
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী লুৎফুর নাহার পারভীন তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করছেন। বুধবার দুপুরে একই ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজার এর পেট্টোবাংলায় সড়কের মাথায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি। তিনি জানান, নির্বাচনী প্রচারণা করার সময় নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার আহমদ মুন্সী ও তার সমর্থকরা ময়লা পানি নিক্ষেপ করে এবং হামলা করে গণসংযোগ ছত্রভঙ্গ করে দেয়।
এঘটনায় তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ এবং থানায় মামলা করবেন বলে তথ্য নিশ্চিত করেন।
নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী আনোয়ার আহমদ মুন্সী বলেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। ঘটনাস্থলেই তিনি ছিলেন না। এ সময় তিনি তাঁর বাড়িতে ছিলেন।
এ ব্যাপারে কথা হয় ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনের সাথে। তিনি জানান, অভিযোগ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে লেমুয়া ইউপির আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশীর পোস্টার, লিফলেট ছিনতাই ও প্রচারণায় নিয়োজিত ড্রাইভারকে মারধরের অভিযোগ করেছেন প্রতিবেদকের নিকট।
এদিকে বুধবার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিকের সমর্থিত লোকজন ঘোড়া প্রতীকে প্রচারণাকালে ওই ইউনিয়নে বগইড় বল্লাপুকুর দোকানের সামনে সিএনজিতে থাকা দুইটা মাইকসহ ব্যাটারি ও গাড়িতে থাকা লোকজনকে জিম্মি করে এলাহীগঞ্জ বাজার হয়ে আবুপুর নিয়ে চারটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দূর্বত্তরা।
স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিক এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় ১২ ইউনিয়নের ৮টিতে বিনাপ্রতিদ্বন্ধিতায় নৌকা মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকী ৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন মাহবুবুল আলম লিটন (নৌকা), আনোয়ার হোসেন মানিক (ঘোড়া), কাবুল হোসেন কাবুল (ঘোড়া) ও ইফতেখারুল আলম (চশমা)। ধলিয়ায় আনোয়ার আহমেদ মুন্সি (নৌকা) ও লুৎফুর নাহার (আনারস)। ছনুয়ায় করিম উল্লাহ বিকম (নৌকা) ও মো. ইব্রাহীম (আনারস)। লেমুয়ায় মোশাররফ উদ্দিন নাছিম (নৌকা), ফেরদৌস আহমেদ কোরাইশি (আনারস) ও ইসমাঈল হোসেন (হাতপাখা) প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে ঘুরছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









