ফুলগাজী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেনের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন তার পরিষদের সদস্যগণ।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। জি এম হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে একজন সাধারণ ইউপি সদস্য ও একজন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া বাকি ১০ জন ইউপি সদস্য অনুষ্ঠানে অংশ নেননি।
সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হকও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, ‘আমরা নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেনের পরিষদের সদস্য। অথচ তিনি আমাদের নিজে দাওয়াত না দিয়ে অন্যের মাধ্যমে আমন্ত্রণ জানান। আমরা ৮ জন সাধারণ সদস্য ও ২ জন সংরক্ষিত মহিলা সদস্য এজন্য তার দায়িত্বগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছি।
নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন জানান, ইউনিয়নপরিষদের (ইউপি) সচিবের মধ্যমে সকল ইউপি সদস্যদের দাওয়াত দেওয়া হয়েছিল, তাই হয়তো তারা অনুষ্ঠানে আসেনি। এখানে বয়কটের কিছু নেই।
প্রসঙ্গত-গত মঙ্গলবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









