স্টাফ রিপোর্টার :
মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু হচ্ছে। শহরের জেল রোডস্থ পি.টি.আই মাঠে দুপুর ২টায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জেলা প্রশাসন ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা’ আয়োজন করেন। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় থাকছে ৫০টি স্টল।
এদিকে চার দিনব্যাপী মেলায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার প্রথম ও দ্বিতীয় দিন স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি তৃতীয় ও চতুর্থ দিন থাকছে চট্টগ্রাম, খাগড়াছড়ি (পাহাড়ি নৃত্য) ও কুষ্টিয়ার (বাউল দল) শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, সৃজনশীলতার একটি বড় উৎস বঙ্গবন্ধু; তাঁর জীবনকর্ম ও ত্যাগের মহিমা। যে কারণে মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে হাজার হাজার বই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর সৃজনশীলতা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেলায় স্থান পাবে জেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনী, উপজেলা প্রশাসন, স্থানীয় বই বিতান, প্রকাশনী, সংবাদমাধ্যম, সরকারি বিভিন্ন দপ্তর, মেডিকেল টিম, খাবারের দোকানসহ ৫০টি স্টল। তবে মেলায় আধিক্য থাকবে বুক স্টলের।
সাংস্কৃতিক অনুষ্ঠান :
প্রথম দিন বৃহস্পতিবার বিকাল ৪টায় থাকছে ‘সোনার মানুষ চাই’ ও সন্ধ্যা ৬টায় শুরু হবে ‘সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন শুক্রবার বিকাল ৪টায় থাকছে ‘২০৪১ বাংলাদেশ হবে নান্দনিক’ ও সন্ধ্যায় ৬টায় শুরু হবে ‘তৃণমূল মানুষের জন্য শিল্প’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৃতীয় দিন শনিবার বিকাল ৪টায় থাকছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক অনুষ্ঠান ও সন্ধ্যায় ৬টায় শুরু হবে চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার শিল্পীদের পাহাড়ি নৃত্য পরিবেশনা ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
চতুর্থ দিন রোববার বিকাল ৪টায় থাকছে ‘জেলা সাংস্কৃতিক উৎসব’ সন্ধ্যায় ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ার বাউল শিল্পী ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশনা।

প্রসঙ্গত, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত চলবে এবং এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি জেলায় তিন লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









