ছাগলনাইয়া প্রতিনিধি :
ইংলিশ ম্যান হিসেবে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অর্থ সংকটে লেখাপড়া বন্ধ হওয়া সেই মাদ্রাসা ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
জানাগেছে, খালেদ সাইফুল্লাহ (২২)। পিতা- সাহেল আহমেদ পৈতৃকবাড়ি ফেনী জেলার সোনাগাজী হলেও বর্তমানে তারা একই জেলার ছাগলনাইয়া উপজেলার যশপুরে থাকে। ২০১৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সে। পরিবারে আর্থিক অনটন ও কিছুটা মানসিক সমস্যার কারণে ভর্তি হতে পারেনি আলিমে (উচ্চ মাধ্যমিকে)। মাদ্রাসা থেকে দাখিল(মাধ্যমিক) পাশ করা খালেদ সাইফুল্লাহর ইংরেজিতে অনরগল কথা বলা,শুদ্ধ শব্দ ও বাক্য চয়নে অসাধারণ মুন্সীয়ানা ও বিষয় জ্ঞানে ব্যতিক্রমী পারদর্শিতার কারণে উপজেলাবাসীর নজর কাটতো।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে করোনাকালীন বিভিন্ন সময় খাদ্য ও আর্থিক সাহায্য নিতে এসে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে তার অনরগল ইংরেজি ভাষায় কথোপকথন সর্বস্তরের মানুষের নজন কাটতো কয়েকমাস ধরে। গত ৬ জানুয়ারি ছাগলনাইয়া পরিষদের সামনে রাস্তার ধারে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে ইংরেজিতে সম্বোধন করে ইংরেজীতেই লম্বা সময় ধরে অর্থ সংকটে তার লেখাপড়া বন্ধ থাকা ও আর্থিক অনটনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিষয়টি স্থানীয় পথচারী ও সাংবাদিকদের নজরে এলে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী ও খালেদ সাইফুল্লাহর কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি শেয়ার,লাইক ও ভিউজ কোটি ছাড়িয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওর সুবাধে দেশ-প্রবাসের অর্ধ লক্ষাধিক মানুষ উপজেলা চেয়ারম্যানকে অতি মেধাবী ছেলেটির সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে ভিডিওতে কমেন্ট করে।
গতকাল সোমবার দুপুরে খালেদ সাইফুল্লাহকে পৌরসভার জমাদ্দার বাজারে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ অফিসে ডেকে আনা হয় । ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার পরিবার ও স্বজনদের খোঁজ-খবর নেন। সাংবাদিকদের উপস্থিতিতে তাকে ফেনী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর পাইবেট পরীক্ষার্থী হিসেবে আলিম পরীক্ষার রেজিষ্টেশন,বইপত্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী। বাড়িতে টনসেলে অসুস্থ তার ছোট বোনের চিকিৎসার কথা জানালে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে দশ হাজার টাকা আর্থিক সহায়তার প্রদান করা হয় । উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর সময় খালেদ সাইফুল্লাহ ও উপজেলা চেয়ারম্যানের ইংরেজীতে কথোপকথ বিপুল সংখ্যক উৎসুক জনতাকে উপভোগ করতে দেখা গেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









