সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে ৮৬ ভোটে নৌকার প্রার্থী পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার পর অবশেষে মুখ খুললেন উপজেলা চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন। নৌকার পরাজয়ের জন্য তিনি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) এর বিতর্কিত ভুমিকাকে দায়ি করেছেন। তিনি বলেন,নৌকা হারেনি,ষড়যন্ত্রের অংশ হিসেবে নৌকার প্রার্থীকে পরিকল্পিততভাবে হারানো হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি দাবী করেন স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম জহিরকে জয়ী করতে পিবিআই নৌকার সমর্থক ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছেন। তারা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দিতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিয়ে ভীতিকর পরিবেশ তৈরী করে ভোট দিতে বাধ প্রদান করেন। নৌকার প্রার্থী দেলোয়ার হোসেনকে নিজ কেন্দ্র পরিদর্শন করতে দেয়নি পিবিআইয়ের সদস্যরা। তিনি প্রশ্ন রেখে বলেন পিবিআই একটি তদন্ত সংস্থা। বাংলাদেশের কোন নির্বাচনে পিবিআই আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেনি তাহলে সোনাগাজীর একটি ইউনিয়নে পিবিআই কোন এখতিয়ার বলে দায়িত্ব পালন করলো। তাদের দায়িত্ব পালনে কোন নির্দেশনা ছিলো কিনা তিনি পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ও নির্বাচন কমিশনারের কাছে ব্যাখ্যা চান।
এদিকে একই ধরনের অভিযোগ এনে পরাজিত হওয়া বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন পুন: গননার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।আবেদনে তিনি উল্লেখ করেন,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর একটি টিম ভোটের দিন কেন্দ্রে কেন্দ্র গিয়ে নৌকার এজেন্টদের হুমকি ধামকি দিয়েছে। কয়েকটি কেন্দ্রের ফলাফলে কাটাকাটি দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, পিবিআইয়ের ভুমিকা ও ফলাফলে অনিয়মের অভিযোগ ভোট পুন: গননার আবেদন পেয়েছি। পিবিআই নির্বাচনে দায়িত্ব পালন করবে এরকম কোন সিদ্ধান্তের বিষয়ে জেলা প্রশাসন থেকে আমাকে অবহিত করা হয়নি। একই সুরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক।
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান,নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আমরা পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্যদের অন্তভুক্ত করেছি। জেলা প্রশাসনের অন্তুভুর্ক্তির তালিকায় পিবিআই ছিলো না। পিবিআই কেন ভোট কেন্দ্রে গেছে আমাদের জানা নেই এবং তারা আমাদের অবগতও করেনি।
পিবিআই পুলিশ সুপার, ফেনী আসাদুজ্জামান বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে পালন করা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। ক্রাইম সিন সংগ্রহনের জন্য আমাদের একটি টিম নির্বাচনী এলাকায় ছিলো তবে তারা কাউকে ভোট প্রদানে বাধা দিয়েছে বা কারো পক্ষ নিয়ে কাজ করেছে এরকম অভিযোগ সত্য নয়। নৌকার সমর্থকদের সাথে উগ্র আচরন করছে এবং হুমকি ধামকি দিচ্ছেন পিবিআই সদস্যারা এমন প্রমান রয়েছে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
প্রসঙ্গত; গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফার ইউপি নির্বাচনে সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহন হয়।ওই নির্বাচনে আটটিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করলেও শুধুমাত্র নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহিরুল আলম জহির স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ফলাফল ঘোষনার পর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান লিপটনের নিজ ইউনিয়নে নৌকার পরাজয়ের জন্য তাকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন