শহর প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাস দিন দিন বৃদ্ধি পাওয়ায় দুঃশ্চিন্তায় অভিভাবক ও শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারী) করোনা বিস্তাররোধে স্কুলগামী কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে করোনা সুরক্ষায় ফেনী সদর উপজেলা সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক ও এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি। বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির আহমেদ ফয়েজ।
উপজেলা সূত্র জানায়, ফেনী সদর উপজেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ২০০ পিচ করে মাক্স ও এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে তিন লাখ ২৮ হাজার টাকা।
প্রধান অতিথি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। তার কাজের অংশ হিসেবে আমাদের এই আয়োজন। বিদ্যালয়ে যারা পড়তে আসে সবাই এখানে খুব কাছাকাছি অবস্থান করে। তাই সাধারণ শিক্ষার্থীদের সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তাদের কথা চিন্তা করে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ। সদর উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করছেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। করোনা বিস্তাররোধে মাননীয় প্রধানমন্ত্রীর সব ধরনের কাজে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানান।
তিনি বলেন, মাস্ক ছাড়া কেউ বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। বাধ্যগত মাস্ক পরে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে এধরনের কল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









