বিশেষ প্রতিনিধি :
ফেনীতে করোনা সংক্রমনের হার দিনদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চাশোর্ধ এক নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে মারা গেছেন। এসময়ে জেলায় নতুন করে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের হার বাড়লেও সাধারন মানুষের মাঝে নেই সচেতনতা। মানছে না সরকারের নিদের্শনা ও স্বাস্থ্যবিধি। পুরোদমে চলছে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। জেলা তথ্য অফিসের পক্ষ হতে স্বাস্থ্যবিধি মানার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও সাধারন মানুষ তা উপেক্ষা করে অধিকাংশই মাস্ক ছাড়াই চলাচল করছে।
`একদিনে আক্রান্তের হার ৩৭.৮ ভাগ, উপসর্গ নিয়ে
পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু, মানছে না স্বাস্থ্যবিধি’
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় এ জেলায় সংক্রমনের হার ৩৭ দশমিক ৮। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব ও মহিপাল বক্ষ্যবাধী হাসপাতালের জীন এক্সপাট মেশিনে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৮জন, দাগনভ‚ঞায় ১৪ জন ও এক জন ছাগলনাইয়ার বাসিন্দা রয়েছে। ২০২০ সালের ১৬ এপ্রিল ফেনী জেলায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর থেকে জেলায় এ পর্যন্ত ১১ হাজার ১৭২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নয় হাজার ৬৩৫ জন। জেলার কমর্রত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ ১৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ যাবত ৪৫ হাজার ৮৮৪ জনের শরীরের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে ফেনীতে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ৭৫ জন নতুন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার ২০৩টি নমুনা পরীক্ষা করে আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩৬.৯৪%। নতুন ৭৫ জনসহ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১ জন। গত বৃহস্পতিবার বিকেলে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের এক সূত্র জানায়, গত বৃহস্পতিবার নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৫২ জন, পরশুরামে ৯ জন, দাগনভ‚ঞায় ৮ জন, ছাগলনাইয়ায় ৪ জন ও সোনাগাজীতে ২ জন রয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, হাসপাতালের ১৫০ শয্যার কোভিড ইউনিটে ৩২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজন করোনা পজেটিভ। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে আইসোলেশন ইউনিটে পঞ্চাশোর্ধ একজন নারী মারা গেছেন।
প্রসঙ্গত, ফেনীতে ২০২০ সালের ১৬ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। কোভিড-১৯ শনাক্ত’র সংখ্যা ১ থেকে ৫শ ছাড়াতে সময় লাগে ৭৬ দিন। পরের ৫শ ব্যক্তি সংক্রমিত হতে সময় লাগে ২৬ দিন। আর পরবর্তী ৫শ ব্যক্তি সংক্রমিত হতে লাগে ৩৫ দিন সময়। চার মাসের মাথায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫শ অতিক্রম করে।
সাত মাসের মাথায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ও সাড়ে ১১ মাসের মাথায় সংক্রামিতের সংখ্যা ২ হাজার ৫শ অতিক্রম করে। পরবর্তী ৫শ শনাক্ত হয়ে মাত্র ১৫ দিন সময় লেগেছে। পরবর্তী ৫শ শনাক্ত হতে সময় লেগেছে ২৮ দিন।
কোভিড-১৯ শনাক্ত’র ১৪ মাসের মাথায় সংক্রামিতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। সাড়ে তিন হাজার থেকে চার হাজার হতে (৫শ’) শনাক্ত হতে সময় লেগেছে ৪০ দিন। চার হাজার থেকে সাড়ে চার হাজার শনাক্ত হতে সময় লেগেছে ১৩ দিন। সাড়ে চার হাজার থেকে ৫ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৭ দিন। ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৫ দিন। সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩ দিন। কোভিড-১৯ শনাক্ত হওয়ার ১৫ মাসে সংক্রামিতের সংখ্যা সাড়ে ৬ হাজার অতিক্রম করেছে। সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৮ দিন। ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩ দিন। সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৪ দিন। ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৫ দিন। সাড়ে ৮ হাজার থেকে ৯ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৫ দিন। ৯ হাজার থেকে সাড়ে ৯ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৬ দিন। সাড়ে ৯ হাজার থেকে ১০ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ১১ দিন।
মাঝে করোনার প্রকোপ কমলেও চলতি ২০২২ সালের জানুয়ারি থেকে ফের বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। জানুয়ারির ২০ তারিখে ১১ হাজার ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা।
সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন জানান, শনিবার (২২ জানুয়ারী) এক নারী এবং এর আগে বিগত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় কমর্রত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









