ষ্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামে বাড়ীতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে চাচার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তারা হলেন- মো. জনি (২৩) ও জাহিদুল ইসলাম (২০)। শনিবার (২৩ জানুয়ারী) ফেনীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনা দুই আসামীর জবানবন্দি রেকর্ড করেন। পরে দুই আসামীর মা রোকেয়া বেগমসহ তিন আসামীকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ফেনীর দাগনভ‚ঞার উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাষ্টার বাড়িতে চলাচলের পথে ময়লা আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দুই নারীর ঝগড়া শুরু হয়। পরে বাড়ির পুরুষরাও ঝগড়ায় যোগ দেন। এক পর্যায়ে ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের পিটুনীতে মারা যায় চাচা নুরুল আফছার (৪৫)। দুই আসামী মো. জনি ও জাহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ঝগড়া ও মারামারিতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে মারামারিতে নুরুল আফছার মারা যাবে-এটা তারা ভাবেনি। এ ঘটনায় রাতেই নুরুল আফছারের স্ত্রী বাদী হয়ে মো. জনি, জাহিদুল ইসলাম, তাদের মা রোকেয়া বেগম ও বাবা সফিকুর রহমানসহ চারজনকে আসামী করে দাগনভ‚ঞা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরই মো. জনি, জাহিদুল ইসলাম, তাদের মা রোকেয়া বেগমকে গ্রেপ্তার করে। সফিকুর রহমান পলাতক রয়েছেন। এদিকে শনিবার ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে নুরুল আফছারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলে বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থালে লাশ দাফন করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের মা’সহ তিনজনকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন আসামী পলাতক রয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









