স্টাফ রিপোর্টার :
নুরুল আফছার ও পারভীন আক্তার দম্পতির দুই পুত্র ও দুই কন্যা সন্তান। বড় সন্তানের নাম ফারজানা আক্তার মিতু (১৩), আরমান হোসেন রকি (১০), ফারিয়া আক্তার রিতু (৬) এবং মো. আবির হোসেন মুহিত (৪)। নুরুল আফছার পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক হিসেবে কাজ করতেন। স্ত্রী পারভীন আক্তার একজন গৃহিনী। এটি একটি সাজানো সংসার, সুখী পরিবারও বটে। নুরুল আফছারের আয়ে চলতো সংসার।
শুক্রবার বিকেলে ফেনীর দাগনভ‚ঞার উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাষ্টার বাড়িতে চলাচলের পথে ময়লা আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দুই নারীর ঝগড়া শুরু হয়। পরে বাড়ির পুরুষরাও ঝগড়ায় যোগ দেন। এক পর্যায়ে ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের পিটুনীতে মারা যায় চাচা নুরুল আফছার (৪৫)।
পুলিশ ঘটনার পরই মো. জনি, জাহিদুল ইসলাম, তাদের মা রোকেয়া বেগমকে গ্রেপ্তার করে। সফিকুর রহমান পলাতক রয়েছেন। এদিকে গতকাল শনিবার ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে নুরুল আফছারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলে বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থালে লাশ দাফন করা হয়।
দাগনভ‚ঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের মা’সহ তিনজনকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন আসামী পলাতক রয়েছেন। বিচার প্রক্রিয়া চলবে, আদালতে কি হবে, বিচার শেষে তা জানা যাবে। তবে নুরুল আফছার চার সন্তানকে রেখে গেছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ওরা হয়তো আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীদের স্নেহ, মমতায় বড় হবে। বাবার শূন্যতা কি কখনো পূর্ণতা পাবে? কি হবে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ। কে নিবে তাদের দায়িত্ব। পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা এখন নেই। ওরা বুঝতে পারছে না ওদের বাবা কবরে। অবুঝ চার সন্তানদের ভবিষ্যৎ কি? বাবার আদর-স্নেহ, মায়া-মমতা থেকে বঞ্চিত চারজনের জীবন কি স্বাভাবিকভাবে বেড়ে উঠবে? নাকি অন্ধকার গলির ভেতরে হারিয়ে যাবে ওদের স্বাভাবিক জীবন! নিঃসন্দেহে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের যাত্রা শুরু হলো!
নিহতের স্ত্রী পারভীন আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীকে হারিয়ে আমি বাকরুদ্ধ। আমার এই অবুঝ চার সন্তানদের কি হবে ভবিষ্য! চরম অনিশ্চয়তায় রয়েছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









