শেখ আশিকুন্নবী সজীব :
প্রথম আলো ফেনী বন্ধুসভার ২০২২ ইং সালের জন্য গঠিত নতুন কমিটি কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর শনিবার (২২ জানুয়ারী) ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সব নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান ফেনী বন্ধুসভার উপদেষ্টা ও জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম।
সাবেক কমিটির সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, উপদেষ্টা মো. হারুন উর রশিদ, উপদেষ্টা শেখ নূর উদ্দিন চৌধুরী মামুন, নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় শপথ গ্রহণ ছাড়াও সবার আলাপ আলোচনার ভিত্তিতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমেই জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ফেনী বন্ধুসভার ২০২২ ইং সালের নতুন কমিটির সদস্যরা হচ্ছেন:- মোহাম্মদ জহিরুল ইসলাম -সভাপতি,
মনিকা রায়- সহ-সভাপতি, মোনায়েম হোসেন নোবেল- সহ-সভাপতি, বিজয় নাথ- সাধারণ সম্পাদক, সাবিনা ইয়াছমিন- যুগ্ম সাধারণ সম্পাদক, হারাধন নন্দী নিলয়- যুগ্ম সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন- সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম সোহাগ- সহ সাংগঠনিক সম্পাদক, ফারজানা আহমেদ অহনা- অর্থ সম্পাদক, সুশান্ত চন্দ্র দাস- দপ্তর সম্পাদক, মোহাম্মদ ইব্রাহিম- প্রচার সম্পাদক, তাহমিনা আক্তার -পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, রিৎ কর্মকার- সাংস্কৃতিক সম্পাদক, রমা কর্মকার- জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক, তানজিনা সুলতানা তিশা- প্রশিক্ষণ সম্পাদক, মাসুদা আক্তার -দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, মুহাম্মদ আছাদুর রহমান ( রাফি)- স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, ফাতিহা জান্নাত-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, তৌহিদুল ইসলাম মোল্লা- মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, লোকমান চৌধুরী- তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জ্যোতিময় মÐল প্রান্ত – ম্যাগাজিন সম্পাদক ও মোহাম্মদ নাদের হোসেন ভ‚ঁইয়া-বইমেলা সম্পাদক। কার্য-নির্বাহী সদস্যরা হচ্ছেন :- শেখ আশিকুন্নবী সজীব, অমিত মজুমদার ও মো. ইয়াছিন খোন্দকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









