স্টাফ রিপোর্টার :
দীর্ঘ ৪ বছর পর বিজয়ী শিরোপা জিতে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনীর খেলোয়াড়রা বেশ উজ্জীবিত, আনন্দিত ও উচ্ছসিত। করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েক বছর ধরে ফুটবল টুর্ণামেন্টসহ মাঠে খেলাধুলা না থাকায় ঝিমিয়ে পড়ছে খেলোয়াড়রা। এর মাঝেও গত সোমবার রাতে ফেনীর ছাগলনাইয়ায় আলহাজ্ব গণি আহমেদ গোল্ডকাপ দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনী শিরোপা বিজয়ী হওয়ায় তাদের মাঝে বেশ আনন্দ বিরাজ করছে।
বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনীর কোষাধ্যক্ষ হাসান শাহরিয়ারসহ খেলোয়াড়রা এ মন্তব্য করেন।
সোমবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়ায় পূর্ব ঘোপাল একতা সংসদের আয়োজনে মুহুরীপুকুর এলাকায় মাঠে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনী ট্রাইবেকারে (২-১) গোলে চট্টগ্রাম পোর্ট কলোনী একাদশকে হারিয়ে ফাইনাল খেলায় বিজয়লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেক দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহমেদ। জি এইচ পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি মো. সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর মজনু, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান মিনু। মোর্শেদ হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন- একতা সংসদের সভাপতি মোশাররফ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিমুল।
খেলার ফলাফলে চট্টগ্রাম পোর্ট কলোনী ক্লাবকে ট্রাইবেকারে (২-১) গোলে হারিয়ে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনী জয়লাভ করে। নির্ধারিত সময়ে উভয়দলের মাঝে গোলশূণ্য খেলা সম্পন্ন হওয়ায় ট্রাইবেকারে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনী দলের খেলোয়াড় প্রথমে ৮নং জার্সি পরিহিত জাহাঙ্গীর ও দ্বিতীয়তে ৯নং জার্সি পরিহিত অতুল গোল করে বিজয় নিশ্চিত করে। বিজয়ী দলের খেলোয়াড় অতুল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়।
শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি, ৩০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার আপ দলের হাতে ২০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। এ টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”