সংবাদদাতা :
ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সরকারি আশ্রয়ন কেন্দ্রে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে শিশু ও নারীর স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন, গর্ভকালীন করণীয়, অটিজম, শিশুর মানসিক বিকাশ, দুর্যোগকালে নারী ও শিশুর নিরাপত্তা, বাল্যবিবাহ, যৌতুক প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু মনসুর আহমদ শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির।
উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মর্জিনা আক্তার।
জেলা তথ্য অফিসার গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুর বিকাশ প্রভৃতি বিষয়ে সচিত্র প্রেজেন্টেশান উপস্থাপন করেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে গর্ভকালীন সময়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর নির্দেশনা মেনে চললে মাতৃ ও শিশু মৃত্যু রোধ করা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন। বাল্যবিবাহ ও যৌতুককে সামাজিক সমস্যা উল্লেখ করে এগুলো বন্ধ করতে সামাজিক ঐক্য গড়ে তোলার আহবান জানান।
১৮ বছরের পূর্বে মেয়েরা শারীরিক ও মানসিকভাবে বিয়ের জন্য উপযুক্ত নয় উল্লেখ করে বক্তারা বলেন এর মাধ্যমে মেয়েদেরকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে। সরকার মেয়েদের শিক্ষার জন্য সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করেছে উল্লেখ করে তারা অভিভাবকদের আহবান জানান, মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদের লেখাপড়া করাতে। শিক্ষিত মেয়ে সংসারের হাল ধরতে পারে। যদি কোন বাড়ীতে বাল্যবিবাহের ঘটনা ঘটে স্থানীয় প্রশাসনকে জানাতে আহবান জানান। বাল্যবিবাহের সাথে যৌতুক সম্পর্কিত উল্লেখ করে জেলা তথ্য অফিসার বলেন, মেয়েদের উচ্চশিক্ষিত করে গড়ে তুললে যৌতুক প্রথা বন্ধ হবে। মাদককে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন মাদককে পরিহার করতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। নিজের সন্তানের প্রতি সর্বদা মনোযোগ থাকা উচিৎ। মাদকসেবীদের তথ্য আইনৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি অনুরোধ জানান। করোনার প্রাদুর্ভাব বাড়ছে উল্লেখ করে তথ্য অফিসার সকলকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার অভ্যাস গড়তে অনুরোধ জানান। ১২ বছরের ঊর্ধ্বে সকলকে করোনার টিকা নিতে আহবান জানান।
উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত থাকেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









