সুরঞ্জিত নাগ :
এ যেন হলুদ রাজ্য। যেদিকে চোখ যায় হলুদের সমারোহ। বাতাসে মাঠে দোল খাচ্ছে সরিষা গাছ। সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ-বাক্স। কিছুদিন পরপর সরিষা ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। ক্ষেতে মৌমাছির আনাগোনা বেড়ে যায়, সরিষার ফলনও হয়েছে দারুণ। ফেনী সদর
উপজেলার সরিষা ক্ষেতে মধু উৎপাদন করে দারুণ সাফল্য পেয়েছেন চাষিরা। এতে তারা আর্থিকভাবেও দারুণ লাভবান হয়েছেন। ভালো লাভ হওয়ায় এলাকায় সরিষা ও মৌচাষে আগ্রহ বাড়ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকায় উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সরক্ষণ ও বিতরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তারিক মাহমুদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান
হাবীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনছুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু তৈয়ব, কৃষক মো. ইউছুপ, মৌ-চাষি মেজবাহ উদ্দিন শামীম প্রমুখ। এ সময় সাংবাদিক ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তারিক মাহমুদুল ইসলাম বলেন, প্রান্তিক একজন উদ্যোক্তা মধু চাষ করেছেন। যখন সরিষার পাশাপাশি মধু উৎপাদন করলে পরাগায়নও ভালো হয়। এতে সরিষার ফলনও ভালো হয়। এতে একদিকে সরিষার উৎপাদন বাড়বে, অন্যদিকে অল্প খরচে মৌচাষ করে বেকারত্ব দূর করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, ‘নভেম্বর থেকে জানুয়ারি মাসে সরিষার চাষাবাদ ও ফলন হয়। চলতি মৌসুমে উপজেলায় সরিষার চাষাবাদ বেড়েছে, সরিষা ক্ষেতে মৌ-চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন চাষিরা। সরিষার ক্ষেতে মৌমাছি ফুলের ওপর বসলে পরাগায়নে ফসলের পুষ্টি বৃদ্ধি হয়। শুধু সরিষাই নয়, মৌমাছি ফুলের পরাগায়ন ঘটিয়ে নানা ধরনের রবি শস্যের ফলন
বৃদ্ধি করে।’

উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার কৃষক মো. মোস্তফা ও মো. ইউছুপ এবার চার একর জমিতে সরিষা চাষ করেছেন। তাদের সরিষা মাঠের পাশে মৌ-চাষি মেজবাহ উদ্দিন শামীম উপজেলা কৃষি অফিসের পরামর্শে মধু সংগ্রহে ক্ষেতে স্থাপন করেছেন মৌ-বাক্স। তিনি ইতোমধ্যে মধু আহরণ শুরু করেছেন। এবার সরিষার ক্ষেতে তিনি সাতটি বক্স বসিয়েছেন। প্রতি বক্সে খরচ মিটিয়ে এক মাসে ১১ হাজার টাকা লাভবান হচ্ছেন তিনি।
মেজবাহ উদ্দিন শামীম জানান, তিনি প্রতি বছর সরিষা, সূর্যমুখী, গ্রীষ্ম ও শীতকালীন ফসল, লিচু, ধনিয়া মাঠে মধু চাষাবাদ করেন। তিনি কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন
সুযোগ-সুবিধা ও পরামর্শ পেয়ে আসছেন। প্রথম পর্যায়ে ৫০টি বাক্স নিয়ে মৌ-চাষ শুরু করেছিলেন। এখন মৌমাছি বংশ বৃদ্ধি করে ১০৭টি মৌ-বাক্স হয়েছে। তিনি প্রতি সাত দিন অন্তর চার কেজি মধু আহরণ করতে পারেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর সরিষার চাষ বেড়েছে। গত বছর ৭০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবার ৮৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার। অল্প পরিশ্রম, কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে দিনদিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। চলতি মৌসুমে কৃষকদের সরিষার পাশাপাশি মৌচাষে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একজন মৌ-চাষি মেজবাহ উদ্দিন শামীমকে প্রায় দুই লাখ ২০ হাজার
টাকার মৌচাষের সরঞ্জাম প্রদান করা হয়েছে। যেখানে রয়েছে চারটি দোতলা মৌ-বাক্স, মধু সংগ্রহের মেশিন, ড্রামসহ অন্যান্য।

ফাজিলপুর ইউনিয়নের সরিষা চাষি মো. ইউছুপ বলেন, ‘আমি এবার এক একর জমিতে সরিষার চাষ করেছি। এতে আমার ৫-১০ হাজার টাকা খরচ হয়েছে। আবাদের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে ফলন এসেছে। এক হেক্টর জমিতে দুই থেকে আড়াই টন সরিষা পাওয়া যায়।’ তিনি বলেন, প্রতি কেজি সরিষা ৬০-৮০ টাকা দরে বিক্রি করা যায়। তিন কেজি সরিষা থেকে এক কেজি তেল এবং
এক কেজি খৈল পাওয়া যায়। খৈল গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এক কেজি তেলের দাম ২০০-২২০ টাকা এবং এক কেজি খৈল ২৫-৩৫ টাকায় বিক্রি করা যায়। সরিষার পাশাপাশি তিনি ভবিষ্যতে মৌ চাষ করার পরিকল্পনা করছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









