আবুল হাসান :
ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রায় ২৫ হাজার শিক্ষার্থী তাদের স্ব-স্ব এলাকার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রশাসনের ওই উদ্যোগের খবরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে স্বস্তি বিরাজ করছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক ভোগান্তি নিরসন হবে। এর আগে করোনা ভ্যাক্সিনের ১ম ডোজ নিতে সকল শিক্ষার্থীকে উপজেলা পরিষদে আসতে হয়েছিল। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও কর্তৃপক্ষকে দীর্ঘ লাইন, ব্যাপক জনসমাগমসহ বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল। তবে আগামী ৬ ফেব্রæয়ারি থেকে সপ্তাহব্যাপী ২৫ হাজার শিক্ষার্থীকে করোনার ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ এবং কওমী মাদ্রাসার ছাত্রছাত্রীসহ স্কুল-কলেজ ও মাদ্রাসার বাদপড়া শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিজ এলাকায় দেয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিম জানিয়েছেন।
জানা গেছে, সারাদেশের ন্যায় ছাগলনাইয়া উপজেলায় ১২ বছরের অধিক স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ২৩ হাজার ছাত্রছাত্রীকে গতমাসে সপ্তাহব্যাপী ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছিল। উপজেলার একটি পৌরসভা ও অপর পাঁচটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের উপজেলা প্রশাসনের একটি মাত্র ভেন্যুতে আনা-নেয়া করে ভ্যাক্সিন গ্রহণে আর্থিক ও মানসিকভাবে চরম ভোগান্তির পোহাতে হয়েছিল শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় নিজ এলাকায় প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রী করোনা ভ্যাক্সিন ২য় ডোজ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির নির্দেশনায় আর্থিকভাবে সচ্ছল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ ভেন্যুতে শীতাতপ ব্যবস্থা গড়ে তুলেছেন বলে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবছার জানিয়েছেন।
আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি পৌরসভার ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী), মৌলভী সামছুল করিম কলেজ (ছাত্র) এবং রাধানগর ইউনিয়নে রাধানগর ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের ছাত্রছাত্রীদের ভ্যাক্সিন দেয়া হবে। ৯ ও ১০ ফেব্রুয়ারি চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ(মহামায়া ইউনিয়ন),বাতানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ে (পাঠাননগর ইউনিয়ন) ছাত্রছাত্রীদের করোনা ভ্যাক্সিন প্রদান করা হবে। আগামী ১২ ও ১৩ ফেব্রæয়ারি মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় (ঘোপাল ইউনিয়ন),দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজ (শুভপুর ইউনিয়ন) ভেন্যুতে ছাত্রছাত্রীদের করোনা ভ্যাক্সিন দেয়া হবে ।
এ প্রসঙ্গে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, প্রত্যন্ত এলাকা থেকে উপজেলা সদরে ভ্যাক্সিন গ্রহন করতে গিয়ে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের আর্থিক ও মানসিক ভোগান্তি শিকার হতে হয়। তাই উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় ভোগান্তি নিরসন করে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আমাদের প্রতিটি শিক্ষার্থীর জন্য করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ গ্রহণ নিশ্চিত করার জন্য তাদের নিজ নিজ এলাকাতে করোনা ভ্যাক্সিন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









