স্টাফ রিপোর্টার :
ফুলগাজী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে মো. রফিকুল বারী ও সেক্রেটারী পদে সঞ্জয় কুমার সেন নির্বাচিত হন।
নির্বাচনী ফলাফলে মো. রফিকুল বারী চেয়ার প্রতীকে ১১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সৈয়দ ছাইদুজ্জমান আনারস প্রতীকে ১০২ ভোট পান। মো. লোকমান হোসেন ভাইস চেয়ারম্যান পদে বাইসাইকেল প্রতীক ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. সলিম উদ্দিন মজুমদার গোলাপ ফুল প্রতীকে ৬৮ ভোট পান।

অপরদিকে সঞ্জয় কুমার সেন মই প্রতীকে ১২০ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সিরাজুল হক বই প্রতীকে ১০১ ভোট পান। এছাড়া রাজিব চক্রবর্তী ফুটবল প্রতীকে ১৬৮ ভোট পেয়ে ট্রেজারার পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আম প্রতীকে জেসমিন আরা ইয়াছমিন ৫৩ ভোট পান। এদিকে মো. সহীদুল ইসলাম ও প্রনবেশ ভৌমিক ডিরেক্টর পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন চার পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিরেক্টর পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় দুইজন নির্বাচিত হন।
উল্লেখ্য; প্রতি তিনবছর পর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ফুলগাজী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫২জন শিক্ষক-কর্মচারী ভোটার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









