শেখ আশিকুন্নবী সজীব :
ফেনীতে নানা আয়োজনের মাধ্যমে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী, শনিবার সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা সরকারি গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রন্থাগার তৈরি করতে পারে জ্ঞানমনষ্ক ও আলোকিত মানুষ। আমাদের গ্রন্থাগার যত সমৃদ্ধ হবে, দেশ ততোই এগিয়ে যাবে। নতুন প্রজন্মকে জানতে ও জ্ঞানের পরিধি বাড়াতে হলে অবশ্যই বই পড়তে হবে। তাই তিনি গ্রন্থাগার ব্যবহারে মানুষকে আরোও উৎসাহিত ও অনুপ্রাণিত করার আহবান জানান। তিনি গ্রন্থাগার দিবসের তাৎপর্য এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্বারোপ করেন এবং বই পড়ার প্রতি সকলকে উৎসাহ প্রদান করেন।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. কামরুল হাছানের সভাপতিত্বে ও জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠক সুমন মাহমুদ ও তানিয়া ফারাবী তিশার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস. এম. টি কামরান হাসান ও ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি জেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম। গ্রন্থাগার দিবসের তাৎপর্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের লাইব্রেরিয়ান বাবুল চন্দ্র সাহা। মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন জাকির আহমেদ হাজারী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









