স্টাফ রিপোর্টার :
ফেনীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আয়োজন করা হয় সরস্বতী পূজা। ৫ ফেব্রুয়ারী শনিবার দেশের বিভিন্ন অঞ্চলের মতো ফেনীর সুলতানপুরেও আয়োজন করা হয় বিদ্যার দেবী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে অজ্ঞতার অন্ধকার দূর করতে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন সাংবাদিক সুরঞ্জিত নাগ। সরস্বতী পূজায় ১০ বছর এভাবেই পথচলা তার। প্রতি বছর তিনি সরস্বতী পূজার দিন বিকেলে শিশুদের মাঝে বিনামূল্যে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্ডপ ও পারিবারিকভাবে শ্রী পঞ্চমীতে বানী আর্চনায় অর্ঘ্যদান করেন বিদ্যার্থীরা।
ফেনী পৌর এলাকার নিজ বাড়ির আঙ্গিনায় সরস্বতী পূজার আয়োজন করেন সাংবাদিক সুরঞ্জিত নাগ। সুলতানপুর শ্রী শ্রী রক্ষা কালী বাড়ি মন্দিরের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার সেন, সুলতান রক্ষা কালী বাড়ি মন্দিরের সহ-সভাপতি পরিমল চক্রবর্তী, সহ- সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র পাল প্রমুখ।
সাংবাদিক সুরঞ্জিত নাগ বলেন, তিনি শিশুদের খুব ভালোবাসেন। সেই আলোকে নিজের ভালো লাগা থেকে ১০ বছর যাবত এই শিক্ষা সামগ্রী বিতরণ করছি। তিনি দৈনিক অজেয় বাংলা সহ-সম্পাদক ও দৈনিক ভোরের ডাক এর ফেনী প্রতিনিধি।

ফেনীর বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে তিন শতাধিক সরস্বতী পূজার আয়োজন করা হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, ধুমধামে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা।
পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক সমর দেবনাথ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যাদেবীকে তুষ্ট করাই তাদের লক্ষ্য। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









