পরশুরাম সংবাদদাতা :
ফেনী জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকা বিলোনিয়ায় অবস্থিত ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জাতীয় দিবসগুলো পালন করে আসছে। এই ধারাবাহিকতায় শনিবার জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার। ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রæয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য, সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার। এই ধারাবাহিকতায় ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের এবারের আয়োজনে সংগীত, অণুগল্প পাঠ, কবিতা ও ছড়াপাঠ এবং আলোচনার মাঝে সাজানো হয় অনুষ্ঠান।
আলমগীর মাসুদের সঞ্চালনায় শুরুতে সংগীত পরিবেশন করেন ঢাকার নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত আনজুম সাকি। অনুষ্ঠানে সে দুটি গান পরিবেশন করেন। অণুগল্প পাঠ করেন, আব্দুল কালাম, হৃদয় দাস ও সাইফুল ইসলাম। কবিতা পাঠ করেন, সজিব চন্দ্র দাস, ফারজানা আক্তার, রায়হান উদ্দিন ইমন ও মো. ফিরোজ। ছড়াপাঠ করেন পাঠাগারের নিয়মিত সদস্যদের মধ্যে, মাইশা আক্তার, মেহেরাজ হোসেন, জান্নাতুন নাইমা ইকরা, নিলয় চন্দ্র দাস ও বিজয় ভৌমিক।
সবশেষে পাঠাগার বিষয়ক গুরুত্বপূর্ণ মন্তব্য রাখেন, ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ ও যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী এবং সদস্য মোখলেছুর রহমান ফারুক। এসময় উপস্থিত ছিলেন, পাঠাগারের সদস্যরাসহ এলাকার ছাত্র-ছাত্রীরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে
- » ফেনীর পরশুরামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- » ফেনীর পরশুরামে অপেক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
- » ফেনীর ফুলগাজীতে টেকসই বাঁধ নির্মাণের দাবি ইয়ুথনেটের
- » পরশুরামে সাংবাদিক শাহজালাল রতন স্মরণে দোয়া মাহফিল
- » পরশুরামে টেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে এক শিশুকে হত্যা
- » সবসময় ফেনী- ১ আসনের জনগণের পাশে থাকবো -জাপা নেতা শাহরিয়ার ইকবাল
- » পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় খোরশেদ আলম
- » পরশুরাম কলেজিয়েট স্কুল শুভ উদ্বোধন
- » ফেনীর পরশুরামে যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত









