স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ’র শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার ফেনী জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে ফেনীর কর্মরত সাংবাদিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মহিনুর জাহান লাবণী ও হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, সদস্য দেলোয়ার হোসেন ডালিম, সদস্য ও টিম ম্যানেজার হারুন মজুমদারসহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
খেলায় অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে চট্টগ্রাম জেলা দল, কক্সবাজার জেলা দল, রাঙ্গামাটি জেলা দল, খাগড়াছড়ি জেলা দল, নোয়াখালী জেলা দল, লক্ষীপুর জেলা দল, বান্দরবান জেলা দল ও ফেনী জেলা দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”