স্টাফ রিপোর্টার :
ফেনীতে মাদকের মামলায় একজনের সাত বছর সশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করেছে আদালত। এ ছাড়া তাঁর ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুর রউফ (৫৬)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষনা করেন। আদালতের রায় ঘোষনার সময় অসামী উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আদালত সুত্র জানায়, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুর রইফ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করে আটকের পর তার পরনের লুঙ্গীর ভাজের মধ্য থেকে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনী সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাদী হয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডের থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলম হাক্কানী একই বছরের ৩১ মে একমাত্র আসামী আবদুর রউফরে বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন।
আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক মাদকের মামলায় আবদুর রউফ নামে এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডা প্রদানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রায় ঘোষনার সময় আসামী আবদুর রউফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









