শহর প্রতিনিধি :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার কার্যকরী কমিটির দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে নব-নির্বাচিত কমিটির সভাপতি দৈনিক আমাদের নতুন সময়’র ফেনী প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সময় টিভির ভিডিও সাংবাদিক মীর হোসেন রাসেলের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী সভাপতি সময় টিভি ভিডিও সাংবাদিক জুলহাস তালুকদার ও বিদায়ী সাধারণ সম্পাদক মোহনা টিভি’র ফেনী প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়।
বিদায়ী সভাপতি জুলহাস তালুকদার সভাপতিত্বে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মো. এস.আলম সবুজ (দৈনিক সমসাময়িক প্রতিদিন) ও জিয়াউল হক সোহেল (দৈনিক ফেনীর সময়), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক অজেয় বাংলা/কারেন্ট রিউজ ডটকম), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল তালুকদার (ভিডিও সাংবাদিক, ডিবিসি নিউজ, সাপ্তাহিক বর্ণমালা), দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম মামুন (ভিডিও সাংবাদিক, বাংলা ভিশন), কোষাধ্যক্ষ ইয়াছির আরাফাত রুবেল (সাপ্তাহিক হকার্স), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিরুল ইসলাম রাসেল (দৈনিক ফেনী), সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক আমার সময়/সত্যের অনুসন্ধান), ক্রীড়া সম্পাদক জাহেদ হোসেন রনি (ভিডিও সাংবাদিক, যমুনা টিভি), কার্যকরী সদস্য মোস্তফা কামাল বুলবুল (ট্রাইবুনাল/বাংলার চোখ), জুলহাস তালুকদার (ভিডিও সাংবাদিক, সময় টিভি), তোফায়েল আহাম্মদ নিলয় (মোহনা টিভি, দৈনিক ফেনী), আবদুল্লাহ আল-মামুন (দীপ্ত টিভি, ফোকাস বাংলা), সুরঞ্জিত নাগ (দৈনিক ভোরের ডাক)।
সাধারণ সদস্য মো. শাহজাহান বাদশা সাজু (ভিডিও সাংবাদিক, একাত্তর টিভি), রমিজ উদ্দিন রাজু (দৈনিক ফেনীর সময়), মোজাম্মেল হক ভূঞা লিংকন (ভিডিও সাংবাদিক, এটিএন নিউজ), আরাফাত হোসেন রিয়াদ (ভিডিও সাংবাদিক আর টিভি), কাজী নজরুল ইসলাম সোহাগ (নাগরিক বার্তা/ সাপ্তাহিক বর্ণমালা), আফতাব উদ্দিন (দৈনিক নয়া পয়গাম), মোল্লা মো.ইলিয়াছ (সাপ্তাহিক ফেনী বার্তা), কামরুল হাসান ছিদ্দিকী (দৈনিক শেয়ার বিজ)।
দায়িত্ব হস্তান্তর শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। এসময় পুরাতন বছরের গøানি ভূলে নতুন বছরকে স্বাগত জানায় সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









