স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাগনভূঞা উপজেলা শাখার এক বর্ধিত সভা শনিবার (১৩ ফেব্রুয়ারি) দাগনভূঞা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।
দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম হাজারী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রুবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন রুমন ও সদস্য রিয়াদ আহসান সুমন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ গোলাম
মাওলা, সদস্য নুরুল আবসার আঘাত ও আজিজুল হক রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশিষ দত্ত, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জুয়েল প্রমুখ। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি- সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত নেতাদেরকে জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব এর ব্যক্তি পক্ষ থেকে লেখক ও সাংবাদিক আরিফ রিজভী রচিত ‘ফেনীতে বঙ্গবন্ধু ও সমসাময়িক রাজনীতি’ গ্রন্থটি প্রদান করা হয়।
বর্ধিত সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে যুবলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাই জননেতা নিজাম হাজারী এমপির নিদের্শনা মতে
ফেনীতে তৃনমূল বা ওয়ার্ড পর্যায়ে যুবলীগের কমিটিতে পরিচ্ছন্ন নেতাদের তুলে আনা ও সাংগঠনিক ভিত শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে মজবুত, কলঙ্কমুক্ত ও মানবতার সেবক হিসেবে দাঁড় করাতে আগামী দিনে কমিটিতে পছন্দের মানুষ নয়, বরং যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যুবলীগকে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। যুবলীগ করতে হলে শ্রম, মেধা, নিষ্ঠা ও সততার প্রয়োজন। যাদের এসব গুনাবলি থাকবে, তারাই আগামী দিনে যুবলীগে স্থান পাবেন। যুবলীগে পরিচ্ছন্ন নেতাদের মূল্যায়ন করা হবে। আগামী নির্বাচনের আগে ওয়ার্ড থেকে জেলা-উপজেলা পর্যন্ত যুবলীগকে
শক্তিশালী করতে এখন থেকে কাজ করতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









