দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীতে চার তলার ছাদ থেকে পড়ে আবদুল্লাহ আল আরিয়ান (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার পরিবারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক ফখরুল ইসলামের মারধরেই তার মৃত্যু হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল আরিয়ান রাজাপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। সে ওই মাদ্রাসার নুরানী শাখায় চলতি বছরের জানুয়ারি মাসে ভর্তি হয়।
লাশ ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনকে দায়ী করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। তবে বর্তমানে তারা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছেন। নিহতের স্বজনরা জানান, তারা হত্যা মামলা করেছেন, অপমৃত্যুর নয়।
নিহতের বড় ভাই আবদুল্লাহ আল নোমান জানান, তার ভাই মাদ্রাসায় যেতে চাইতো না। সে বলতো শিক্ষক তাকে বেশি মারে, তাই যাবে না। শনিবার মা তাকে গাড়িতে তুলে দিয়ে আসলে সে বাড়িতে চলে আসে। পরে তার চাচা আবদুর রাজ্জাক ও তার মা তাকে মাদ্রাসায় দিয়ে আসে। আধাঘণ্টা পরে চাচাতো ভাইয়ের কাছে জানতে পাই আরিয়ান ছাদ থেকে পড়ে গেছে। পরে অধ্যক্ষ স্যারকে ফোন দিলে তিনি তাদের সদর হাসপাতালে যেতে বলেন। আমরা প্রথমে মাদ্রাসায় যাই, সেখানে গিয়ে দেখেছি তখন সিসি ক্যামেরা ছিল। পরে গিয়ে দেখি সিসি ক্যামেরার তার কাটা। আমরা থানায় গেলে পুলিশ আমাদের মামলা করার জন্য বলে। আমরা বলেছি শিক্ষকদের দোষ না থাকলে মামলা করবো না। তারপরও পুলিশ বলায় আমরা মামলা করেছি।
তিনি আরও বলেন, পরে পুলিশই তাদের ভিডিও ফুটেজ দেখিয়েছে, যাতে দেখা যাচ্ছে স্যার তাকে বেত দিয়ে মারছে। তারপর সে জানালার কাছে গিয়ে কান্না করছে। এসসয় শিক্ষক এসে তাকে মেরে দরজার কাছে ফেলে দিয়েছে। তারপর দরজা বন্ধ করে দিয়ে তাকে কিলঘুষি ও লাথি মারছে। পরে শিক্ষক বেতের জন্য গেলে আরিয়ান দরজা খুলে বের হয়ে যায়। চাচাসহ এলাকার অন্য মুরব্বিদের সাথে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেব।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, নিহতের মা যে মামলাটি দিয়েছেন, আমরা তাই গ্রহণ করেছি। সে অনুযায়ী তদন্ত হচ্ছে। দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









