স্টাফ রিপোর্টার :
ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিরিঞ্চি শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে জিয়াউর রহমানের মতো ক্ষমতায় আসার স্বপ্ন দেখা মানে বোকার স্বর্গে বাস করছেন। মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রগতিশীল রাজনৈতিকদল আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল সংলাপে অংশগ্রহণ করলেও বিএনপি অংশ নেননি। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছেন। তারা আওয়ামী লীগের সাথে ভোটের মাঠে অংশ নিতেও পিছু হটছেন।
তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচনপ্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, সহ-সভাপতি শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-২ জয়নাল আবেদীন হাজারী লিটন।
সম্মেলন উদ্বোধন করেন- পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা ও প্রধান বক্তা ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু।
৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জাফর আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল হক, পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফুজ্জামান রাজু, যুগ্ম সম্পাদক আলী আশরাফ রুবেল হাজারী ও সহ-সম্পাদক রিয়াদ খান।
সম্মেলনে অন্যান্যের মাঝে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক শাহজাহান, ফেনী পৌর যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল তাইহান, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মিল্লাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার রাজু, দপ্তর সম্পাদক মাজহারুল হক চৌধুরী মিনার, উপ-দপ্তর সম্পাদক উচ্ছাস মজুমদার, সদস্য ইয়াছিন আরাফাত দিলু, আসিফসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮ জনের সিভি জমা নেয়া হয়।

শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









