শহর প্রতিনিধি :
‘দেখা হবে বসন্তে, রঙ ছড়াবো দিগন্তে’ এই স্লোগানে মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলার অনলাইন নারী উদ্যোক্তাদের প্রথম সংগঠন ফেনী অনলাইন ফিমেইল এন্টেপ্রেনোরর্স ফোরাম ২য় বারের মত আয়োজন করেছে বসন্ত বরণ উৎসব ” বাসন্তি হাওয়া ২০২২” । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম মিয়াজি স্বপন ।
জেলা প্রশাসক বলেন, নারীদের অগ্রগামী করতে এই আয়োজন প্রশংসার দাবীদার, আপনাদের সকল উদ্যোগে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে । এরপরে তিনি উদ্যোক্তাদের উৎসাহিত করতে স্মারক তুলে দেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, আপন ইভেন্টস এর পরিচালক শরীফুল ইসলাম অপু । সঞ্চালনায় ছিলেন ফোরামের ডিরেক্টর রাসনা আকলিমা প্রমা।
ফোরামের পক্ষ থেকে পুরো আয়োজনটি সমন্বয় করে ভাইস-প্রেসিডেন্ট নাহিদা আক্তার ক্যামরিন, ডিরেক্টর আছফিয়া আক্তার, রোমানা আক্তার,আল এসরা প্রেমা, নুসরাত সুলতানা মিম,সদস্য ফারহানা ইয়াসমিন,নুসরাত জেসি,আল জাহান তিথি । ফেনীতে নারীদের কার্যক্রমকে প্রসারিত করতে ও তাদের সাবলম্বীকরনে প্রতিবছরই নানা আয়োজন করে থাকে এই ফোরাম । দিনব্যাপী নাচ, গান, ব্যান্ডসহ নানা সাংস্কৃতিক আয়োজনে মুখরিত ছিলো এই উৎসব ।
আপন ইভেন্টস এর ব্যবস্থাপনায় ও এস এন্ড এইচ বুটিক ফ্যাশন হাউজের সহযোগিতায় এই উৎসবে নারী উদ্যোক্তাদের ৩০ টি স্টল নানা পণ্য নিয়ে হাজির হয় । এছাড়াও প্রায় তিন শতাধিক উদ্যোক্তা নানাভাবে সম্পৃক্ত ছিলো ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”