স্টাফ রিপোর্টার :
ফেনীর তিন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন মহিলা বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আরা বেগম ও রহিমা বেগম। অসুস্থ থাকায় প্রতিনিধির মাধ্যমে ক্রেস্ট গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কাওসার বেগম।
ফেনীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহাদাত আরা বেগম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যতটুকু সম্মান পাওয়ার তা পাচ্ছি। রহিমা বেগম জানান, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকার একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন। তবে ২০১৭ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন। এর পূর্বে অনেক দেন-দরবার করলেও কেউ এগিয়ে আসেনি। তাই বহুবছর সুবিধাবঞ্চিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা কাওসার বেগম অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া সরকারী সব সুযোগ সুবিধা পেলেও তারা রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাওয়াত দেওয়া হয় না।
প্রসঙ্গত- গতকাল ঢাকাসহ সারা দেশে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একযোগে অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”