স্টাফ রিপোর্টার :
ফেনী শহরের যানজট নিরসনে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর আয়োজনে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) এর এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এর সভাপতিত্বে ফেনী বিআরটিএ সহকারী পরিচালক পার্কন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, ফেনী বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. জাকির হোসেন, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আইনুল কবির শামিম, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, মহিপাল হাইওয়ে থানার এসএই মো. জাহাঙ্গীর আলম, আরটিসি’র সদস্য জাফর উদ্দিন, আবদুল করিম, আবুল কাশেম, গোলাম নবী প্রমুখ।
কমিটির সভায় যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ফেনীর মহিপাল মোড়ে কোনো স্ট্যান্ড থাকবে না। অস্থায়ী টার্মিনাল সংস্কার করা হবে। আগামী এক মাসের মধ্যে প্রতিটি ভবনে পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্কিং ছাড়া ভবনের তালিকা করা হবে। মহিপাল সড়কে কোনো অবৈধ হকারকে বসতে দেয়া হবে না। পৌর সিএনজি ছাড়া শহরের বাহিরের সিএনজি রিজার্ভ নিয়ে শহরে প্রবেশ করতে হলে রিজার্ভ লেখা থাকতে হবে। ট্রাংক রোড থেকে মহিপাল পর্যন্ত সড়কের মধ্যে ডিভাইডারের মাঝে ২২টি গ্যাপ রয়েছে, তা আলোচনা সাপেক্ষে কমাতে হবে। মহিপালে ফলের আড়তে রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফল লোড আনলোড করতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সিএনজির কোনো টোকেন নাই, যদি কেউ দাবি করে আমার কাছে আসবেন। ওকে ফেনী থেকে বের করে দেয়া হবে। এটি আমাদের ব্যক্তিগত কোনো কাজ না সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সব সিদ্ধান্ত একবারে নেয়া সম্ভব না। কমিটিতে যে সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে। জনগণ উপকার পাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









