শহর প্রতিনিধি :
ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ ৪৭ ড্রাম মবিল ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।এসময় গ্রেফতার করা হয় তিন ছিনতাইকারীকে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্রগ্রামের পতেঙ্গা এলাকা থেকে কাভার্ডভ্যানসহ ছিনতাইকারী চালককে আটক করা হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা বলেন, গত ৭ ফেব্রুয়ারি রাত ১২ টায় মোহাম্মদ আলী বাজারস্থ মেগা লুব্রিকেন্টস নামক প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৫০ ড্রাম মবিল নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে গাড়ী চালক মোহাম্মদ ফারুক বাবলু।এসময় গাড়ী চালক তার ফোন বন্ধ করে কাভার্ডভ্যানটিকে নিয়ে অন্যত্র লাপাত্তা হয়ে যায়।

একপর্যায় মেগা লুব্রিকেন্টস প্রতিষ্ঠানের মালিক সুনীল চক্রবর্তী ১০ ফেব্রুয়ারি ফেনী মডেল মামলা দায়ের করলে পুলিশ সাড়াশি অভিযানে নামে এবং চালকসহ ছিনতাইকৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ দেখতে পায় গাড়ীটির নাম্বার প্লেটসহ রং পরিবর্তন করে মালামাল অন্যস্থানে বিক্রি করে ফেলা হয়েছে।
তিনি বলেন, আটক চালক ওমর ফারুক বাবলুকে অধিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মবিলগুলো নোয়াখালী, লক্ষীপুর ও হাতিয়া এলাকায় বিক্রি করে দেয়া হয়েছে।পরে সেসব এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭টি মবিল ড্রামসহ নগদ ৪ লাখ ৯ হাজার উদ্ধার হয়।এসময় আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক বাবলু, তার সহযোগী একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও লক্ষিপুর জেলার রামগতি থানার সেরাজুল হকের ছেলে জহিরুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেল থোয়াই অং প্রু মার্মা, সোনাগাজী সার্কেল মাসকুর রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









