সদর প্রতিনিধি :
বাড়ির আঙ্গিনায় স্থাপিত সবজি বাগান মেটাচ্ছে মানুষের পুষ্টির চাহিদা। ফেনীতে দিন দিন জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে রাশেদা বেগমের পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শনে আসেন অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০ জন কৃষক।
রাশেদা বেগমের বাড়ির আঙ্গিনায় দেড়শতক জায়গার ওপর নির্মিত সবজি বাগানের চারপাশে বেড়ার মধ্যে রয়েছে সীম গাছ, প্রথম সারিতে রয়েছে টমেটো, দ্বিতীয় সারিতে রয়েছে মরিচ, তৃতীয় সারিতে রয়েছে বেগুন, ৪র্থ সারিতে রয়েছে ফুলকপি/ব্রোকলি, ৫ম সারিতে রয়েছে বাঁধাকপি, ৬ষ্ঠ সারিতে রয়েছে লেটুস, ৭ম সারিতে রয়েছে ধনিয়া পাতা।

প্রতিটি বেডের আয়তন দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্হ ১ মিটার, মাচায় রয়েছে লাউ ও গাছ আলু ব্রাক্ষনবাড়িয়া জেলার কৃষকরা এই সবজি বাগান দেখে অভিভূত হন তারা তাদের জেলায় এই ধরনের সবজি বাগান স্হাপন করে তাদের পারিবারিক পুষ্টির চাহিদাপুরন করবেন বলে মত প্রকাশ করেন। এই বাগান দেখার জন্য আশেপাশের এলাকার কৃষকরাও আসেন।
কৃষানী রাশেদা বেগম বলেন, আট মাস আগে আমি মাটি ভরাট করে ফেলে রেখেছি তা দেখে স্হানীয় উপসহকারী কৃষি অফিসার প্রনব চন্দ্র মজুমদারের পরামর্শে ও তার কাছ থেকে বীজ, সার, প্রশিক্ষন পেয়ে এখানে সবজি বাগান স্হাপন করি এতে আমার পরিবারের সবজির চাহিদা পুরন করে এই পর্যন্ত ৮ হাজার ৩’শ টাকার সবজি বিক্রি করি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মনবাড়িয়া জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ বদিউল হক মজুমদার, ফেনী সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমীন আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কাজী মনছুর আহম্মদ, উপসহকারী কৃষি অফিসার লুৎফুর করিম মজুমদার, মাসউদুর রহমানসহ ১০ জন স্হানীয় কৃষক।
আগত কর্মকর্তাদের রাশেদা বেগম তার বাগানের সবজি উপহার দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









