স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
১৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার দুপুরে ইউপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি।
জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জুয়েলারি সমিতির সভাপতি ইসমাঈল হোসেন খোকন ও ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবদুল গোফরান বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদ আহম্মেদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন রশীদ জাফর, ফেনী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুস শুক্কুর মানিক, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির আহমেদ ফয়েজ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন- জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মামুনুর রশীদ মিলন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর- রশীদ, ফেনী পৌরসভার কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, সাইফুর রহমান সাইফু, খালেদ খান প্রমুখ।
নাগরিক সমাবেশ ও অভিষেক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যরা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
শেষে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান মাহবুবুল হক লিটনসহ পরিষদ সদস্যগণ দায়িত্বভার গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, দুর্নীতি ও হয়রানিমুক্ত জন্মনিবন্ধন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সচিব ও উদ্যোক্তাসহ সবার ভুমিকা থাকতে হবে। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে পাঁচগাছিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক লিটনের নেতৃত্বে সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দকে ইউনিয়নের সকল নাগরিকদের মাঝে সরকারি সুযোগ-সুবিধা সমবন্টন করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নেয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড প্রদানসহ সকল সুযোগ-সুবিধা যেন শতভাগ নিশ্চিত হয় সে ব্যাপারে নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক হতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









