বিশেষ প্রতিনিধি :
ফেনীতে যাত্রীবেশে অটোরিকসা উঠে সাধারণ যাত্রীদের টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে কিশোর গ্যাং সদস্য তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেল লক্ষীপুর জেলার টুমচরের মো. আক্তার হোসেন (২০), নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী এলাকার মো. আবদুল্লাহ ওরফে সুমন (২১) ও ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার অটোরিকসা চালক মো. রাসেল (১৮)। এ সময় তাদের নিকট থেকে দুটি চাপাতি ও একটি চাকু উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকসা জব্দ করা হয়েছে।
আজ বুধবার ভোরে ফেনী শহরের গুদাম কোয়াটার রেল গেট সংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ৭, ফেনী ক্যাম্প সুত্র জানায়, ফেনী শহরের কলেজ রোড এলাকা থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত এলাকায় একটি কিশোর গ্যাংয়ের কিছু সদস্য প্রতিনিয়ত অটোরিকসায় যাত্রীবেশে উঠে নির্জন স্থান দেখলেই দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারণ যাত্রীদেও টাকা, স্বর্নালঙ্কার, মোবাইল ফোন সেট ও অন্যন্য মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ ধরনের গোপন খবরের গতকাল বুধবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. আবদুল্লাহ ওরফে সুমন, মো. আক্তার হোসেন ও মো. রাসেল নামে তিনজনকে গ্রেপ্তার কওেরন। এ সময় তাদের নিকট থেকে দুটি চাপাতি ও একটি চাকু উদ্ধার এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করেন।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য ছিনতাইকারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে দস্যুতা সংগঠনের চেষ্টার অভিযোগে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার জানান, দস্যুতার মামলার আসামী কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









