স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ।
ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মণি।
জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গিয়াস খুকু, শামীমা আক্তার, নুর নাহার পপি, ফেনী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা শাকিলা, ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আরা জুসি, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রোকেয়া ইসলাম, দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার রাবু, ছাগলনাইয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া মঞ্জু, পরশুরাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন আক্তার প্রমুখ।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি এডভোকেট হাফেজ আহম্মদ বলেন, বিএনপি-জামায়াত চক্র আগুন সন্ত্রাস করে দেশকে আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে সকল ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জাহান আরা বেগম সুরমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবহমানকাল ধরে বাংলার শোষিত-নিপীড়িত নির্যাতিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের কাছে অবাক বিস্ময়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









