শহর প্রতিনিধি :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, আজকে সরকারের ব্যর্থতা এবং দুর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। জনগণের দিকে সরকারের কোন খেয়াল নেই। দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে আজকে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।
বুধবার বিকালে ফেনীর বড় বাজারের খদ্দর পট্রিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, তাই রমজান মাসেই এই সরকারের পতন হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগকে টেনে হিছড়ে ক্ষমতা থেকে নামানো হবে। আজ সংবাদ পত্রের কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না। লিখলেই তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে। এসময় বিএনপি নেতারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের গনতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের জনগনকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুল হাকিম আরজু।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়ছার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমূখ।
এসময় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









