স্টাফ রিপোর্টার :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপনে নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক রুখতে এবং টেকসই আগামীর পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নারী ও নারীশ্রমিক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩) মার্চ বিকেলে ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার প্রাঙ্গনে কর্মজীবী নারীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই নারীশ্রমিক শান্তি সমাবেশ ও বনাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও কর্মজীবী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারাম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমীন কবীর।

এছাড়াও বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সানজিদা সুলতানা।
শিরীন আখতার এমপি বলেন, নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক।
এসময় নারী জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের নারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে হাজার-হাজার নারী ও নারী শ্রমিকের এক বিশাল বর্ণাঢ্য মিছিল বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন শিরীন আখতার এমপি। মিছিলটি ছাগলনাইয়া বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
শুরুতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাবেশস্থলে প্রতিস্থাপিত বাংলাদেশের মানচিত্র গোলাপ ফুল দিয়ে ভরাট করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









