দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় ধানক্ষেত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আন্তঃজেলার দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার (২৯ মার্চ) পুলিশ এ তথ্য জানায়।
জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলা রঘুনাথপুর গ্রামের সাজু চেয়ারম্যানের বাড়ির ওবায়দুল হকের ছেলে এহসানুল হক রবিন (১৮) ও জগৎপুর গ্রামের রহিম উল্যাহর ছেলে নুর ইসলাম (২১)।
পুলিশ জানায়, সোমবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমামের নির্দেশ অনুযায়ী পরিচয় গোপন করে ডাকাতদের সঙ্গে মিশে যান এএসআই জামাল হোসেন। ডাকাতরা রঘুনাথপুর বাজারের পূর্ব পাশে জয়নাল মিয়ার বাগানে অবস্থান নেয়। রাত ২টার দিকে তারা ডাকাতির পরিকল্পনা করেন। ডাকাতদের এসব কথোপকথন এবং তাদের পরিকল্পনা গোপনে ওসিকে জানান ডাকাতদের সঙ্গে থাকা এএসআই জামাল। পরিকল্পনার বিষয়টি জেনে ওসি থানার পুলিশ সদস্যদের নিয়ে রাত ১টার দিকে রঘুনাথপুরের ওই বাগানের চারপাশ ঘিরে ফেলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন। পুলিশ কৌশলে তাদের অবস্থান নির্ণয় করে ডাকাতদের ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের দেওয়া তথ্যানুযায়ী ধানক্ষেত থেকে দেশীয় তৈরি এলজি, ২ পিস কার্তুজ, ছুরি, চায়নিজ কুড়ালসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার রবিন জানান, রঘুনাথপুর গ্রামের সাজু চেয়ারম্যান বাড়ির এনায়েতের নেতৃত্বে ওইসব এলাকায় তারা ডাকাতি করেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ডাকাতদের এ চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকা এবং পার্শ্ববর্তী সেনবাগ ও নাঙ্গলকোর্ট এলাকায় ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, তারা সোমবার দিবাগত রাতে রঘুনাথপুর এলাকায় ডাকাতি করবেন। এ সংবাদ পেয়ে আমার থানার একজন অফিসারকে ডাকাতদের সঙ্গে কৌশলে মিশে যেতে বলি। সে অনুযায়ী ওই অফিসার ডাকাতদের সঙ্গে মিশে আমাদের সব তথ্য দেন।
আমরা তার কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী পরিকল্পনা করে ডাকাত দলকে আটকের জন্য ওই বাগান ঘেরাও করি এবং ধাওয়া করে ২ জনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করবে। বুধবার (৩০ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









