স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ফাজিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারাম্যান দিদারুল কবির রতন ও ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন।

সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ।
ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন সবুজের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম তৌহিদ, গাউছুল আজম রিয়াজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ভূঁঞা প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মঞ্জুরুল আলম মোহনকে সভাপতি ও রাশেদুল ইসলাম ভূঁঞাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
বক্তারা বলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী যখন শান্তির জনপদে পরিনত হয়েছে ঠিক তখনই বিএনপি জামাত নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিএনপি ক্ষমতায় থাকাকালে এ দেশকে দূর্ণীতিতে প্রথম হয়েছে, সারের জন্য কৃষক মারা গেছে, ঢাকা চট্রগ্রাম শহরে ঘন্টার পর ঘন্টা যানজট ছিল, ঢাকা থেকে চট্রগ্রাম ও ঢাকায় যেতে একদিন দুইদিন ও লেগেছে, প্রতিদিন বিদ্যুৎ লোডশেডিং ছিল। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এখন অস্ত্র মামলায় জেলে রয়েছে। তাদের আমলে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ও রাহাজানি বেড়ে গিয়েছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









