স্টাফ রিপোর্টার :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেশি বেশি গতিশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।
‘প্রতি ঘর প্রতি বাড়ি, ছাত্রলীগের দূর্গ গড়ি’ শ্লোগানকে ধারণ করে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তিন মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সংগঠন ও জাতির পিতার আদর্শ প্রচার, মুক্তিযুদ্ধের ইতিহাস, সদস্য সংগ্রহ ও কাজের পরিধি বাড়াতে ৯টি ওয়ার্ডের ১৮ জন ছাত্রলীগ নেতাকে একটি করে বাইসাইকেল ও নগদ টাকা দেয়া হয়েছে। জেলায় সর্ব প্রথম এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক রিপন।
শুক্রবার (১ এপ্রিল) বিকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ সহযোগিতা দেয়া হয়।

প্রধান অতিথি শুসেন চন্দ্র শীল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। তারপর থেকে আজ অবধি গৌরবময় ঐতিহ্য ধারণ করেই সোনালি আগামীর লক্ষ্যে এই সংগঠনের পথচলা।
তিনি বলেন, ছাত্রলীগ সম্পর্কে গর্ব করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস।’ বঙ্গবন্ধুর বক্তব্যের যথার্থতার প্রমাণ মেলে সংগঠনটির স্বর্ণোজ্জ্বল ইতিহাসের দিকে চোখ রাখলে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি ন্যায্য আন্দোলন-সংগ্রামের প্রথম সারিতে ছিল ছাত্রলীগ। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা ও ১১ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ছিয়ানব্বইয়ের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনসহ সব প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের নেতাকর্মীরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। এসব আন্দোলন-সংগ্রামে শহীদ হয়েছেন সংগঠনের অসংখ্য নেতাকর্মী। আবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে অনেকেই সম্পৃক্ত হয়েছেন রাজনীতির আরও বৃহত্তর পরিসরে। দেশ ও জাতির অগ্রগতিতে পালন করে চলেছেন অগ্রণী ভূমিকা।

তিনি বলেন, ফেনীতে ছাত্রলীগের অভিভাবক নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংগঠনের হারানো ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন। ফেনীতে ছাত্রলীগ একটি শৃঙ্খলিত সংগঠন। এই ইউনিটের সুনাম ছাড়া কোন বদনাম নেই। মেধাবী শিক্ষার্থীদের দিয়েই পরিচালিত হচ্ছে ফেনীতে ছাত্রলীগ।
তিনি আরও বলেন, ছাত্রলীগ অতীতের মতো ভবিষ্যতেও মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে।
শুসেন শীল জেলার অন্যসব ইউনিয়ন থেকে ফাজিলপুর ইউনিয়নে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হক রিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক।
ফাজিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনজুরুল করিম রিদানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ভূঁঞা ও যুগ্ম সম্পাদক মো. মহসিন অপু।
এসময় স্থানীয় ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মজিবুল হক রিপন বলেন, আগামী তিন মাস ছাত্রলীগের স্থানীয় নেতারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন ও সাংগঠনিক ঐতিহ্য তুলে ধরে প্রচার কার্যক্রম করবে। আগামী নির্বাচনে যে কোন মূল্যে নিজাম উদ্দিন হাজারী এমপিকে বিজয়ী করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









