স্টাফ রিপোর্টার :
ফেনীতে অতি সম্প্রতি সংগঠিত পৃথক তিনটি ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের নিকট থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনই ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে গতকাল শনিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিলায় ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ফেনী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনা ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।
স্বীকারোক্তিম‚লক জবানবন্দি প্রদান করেছে মহিন উদ্দিন ওরফে মুইন্যা (২৫), গিয়াস উদ্দিন (৩৩) ও মো. মনির (২২)। জবানবন্দি প্রদান শেষে তাদের তিনজনকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
র্যাব ও পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য রোকসানা আক্তারের বাড়ীতে হানা দিয়ে ডাকাতরা নগদ এক লাখ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ১৮ মার্চ একই ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রাম আলমগীরের বাড়ীতে ঢুকে ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ২৬ মার্চ সোনাগাজীর চর সাহাভিকারী গ্রামের নুর নবীর ঘরে ঢুকে এক লাখ ৫৫ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এসময় ঘটনায় ফেনী মডেল থানায় দুটি ও সোনাগাজী থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।
র্যাব তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (১ এপ্রিল) রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার, ডাকাতির কাজে ব্যবহৃত ধামা, কিরিছ, খন্তি, কোরাবাড়িসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, কিছু কানের দুলসহ স্বর্ণ, কিছু টাকা উদ্ধার করেন। রাতেই তাদেরকে ফেনী ও সোনাগাজী থানা পুলিশে হস্তান্তর করা হয়। তারা তিনজনই শনিবার ফেনী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিম‚লক জবানবন্দি প্রদান করেন।
ফেনী আদালতের পুলিশ পরিদর্শক গোলাম জিলানী জানান, তিন জন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









