স্টাফ রিপোর্টার :
সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছানোর কাজ শুরু করছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে তৃণমূলকে সুসংগঠিত করতে চায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ। এটা ফেনী সদর আসনে নিজাম হাজারীর দূর্গ গড়তে ও আওয়ামী লীগের ভিতকে আরো শক্তিশালী করতে দলীয় প্রার্থীর পক্ষে একক শক্তি হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্ষমতাসীনরা। মাঠের বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে- এমনটা চিন্তা করেই এ বিষয়টি গুরুত্ব দিচ্ছে।
স্থানীয় নির্বাচনসহ নানা ইস্যুতে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা যেন দ্বিধা-বিভক্ত না হয় সে লক্ষ্যে কাজ করছে জেলা আওয়ামী লীগের একটি শক্তিশালী ইউনিট ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ। কেননা ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদীয় আসন। নির্বাচনের আগেই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সর্বশক্তি নিয়োগ করে তৃণমূলকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে নির্বাচনী মাঠ প্রস্তুত করাই দলটির অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে লক্ষ্য বাস্তবায়নের জন্য দলীয়ভাবে সাংগঠনিক টিম ফেনী সদর উপজেলাধীন ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সহযোগিতায় সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা শহরের ফুড গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বিকমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
ওই সভার সিদ্ধান্ত মোতাবেক গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত উপজেলাধীন ১২টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ওইসব সভায় সাংগঠনিক টিম উপস্থিত থেকে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো সমাধানের জন্য জেলা আওয়ামী লীগের অভিভাবক নিজাম হাজারীর নজরে আনার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় নির্বাচনকে ঘিরে ইউপি সদস্য প্রার্থীদের মাঝে যে দ্বিধা-বিভক্তি ছিলে তা কাটিয়ে তুলতে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্যদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সাংগঠনিক টিম সভা সম্পন্ন করেছেন। তাছাড়া নির্বাচনী কাজে যাতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে সেই জন্য কাজ করে যাচ্ছেন তারা।
জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত মেয়াদপূর্তির আগেই দ্বাদশ সংসদ নির্বাচনের মাঠ গোছানোর কাজ জোরেশোরে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় সদর উপজেলা আওয়ামী তগের নেতৃত্বে গত ২ মার্চ থেকে শনিবার ২ এপ্রিল পর্যন্ত ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে কার্যকরী কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ১২ ইউনিয়নের সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেশি সুসংগঠিত ও গতিশীল করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় অধিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
প্রবীণ আওয়ামী লীগ নেতারা জানান, আগামী নির্বাচনকে ঘিরে দলকে চাঙ্গা করতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের ঐকান্তিক প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় দলের নেতাকর্মীদের নিয়ে যেভাবে কাজ করছেন, তাতে দল অনেক বেশি উপকৃত হবে এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে। তৃণমূল পর্যায়ে সভা করা ও মুখোমুখি হয়ে তাদের কথাগুলো নেতৃস্থানীয় লোকজন শুনেছেন এটাই তাদের কাছে বড় প্রাপ্তি। ফলে দলীয় বিরোধ ও সমস্যা-সমাধান ঘটছে।
ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মামুন ভূঁইয়া বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের ওয়ার্ডে ওয়ার্ডে সভা কখনো হয়নি। সর্বপ্রথম উপজেলা আওয়ামী লীগের সুদৃঢ় নেতৃত্বে জননেতা নিজাম উদ্দিন হাজারী তৃণমূলকে মূল্যায়িত করছেন।
পাঁচগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুন নবী রানা মেম্বার বলেন- ‘নিজাম উদ্দিন হাজারীর উন্নয়ন রাজনীতির সুফল জনগণ ভোগ করতেছে। তদুপরি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









