স্টাফ রিপোর্টার :
ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের মাষ্টারপাড়াস্থ সোবহান মঞ্জিলে বিজয় কুমার পাল, তপনেশ্বর পাল গং এজমালীয় চলাচলের রাস্তার ওপর জোরপূর্বক অবৈধভাবে স্থানীয় জনপ্রতিনিধির সিদ্ধান্তকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুতল ভবনসহ স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ফেনী পৌরসভায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন প্রফেসর বাবুল চন্দ্র শীল, জীবন কৃষ্ণ রায়, ডা. আশুতোষ দেবনাথ, শুভাশীষ দাশ ও কমল কান্তি ভৌমিক।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক জানান, পৌরসভার নীতি বহির্ভূত স্থাপনা নির্মাণ ও চলাচলের রাস্তার ওপর স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পৌরসভার সার্ভেয়ার বিষয়টি সরেজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদান করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের মাষ্টারপাড়াস্থ সোবহান মঞ্জিলে বিজয় কুমার পাল গং ৪.৮০ শতাংশ ভূমির মালিক। এর মধ্যে .৫০ শতাংশ ভূমি ৮ ফুট প্রশস্ত এজমালীয় চলাচলের রাস্তায় বিদ্যমান রয়েছে। কিন্তু তিনি পৌরসভার অনুমোদিত নকশা বহির্ভূতভাবে বিল্ডিং কোড অমান্য করে এজমালীয় চলাচলের রাস্তার ওপরই বহুতল ভবনসহ স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে বারবার তার প্রতিবেশী অন্য মালিকগণ লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিলেও তিনি কারো কথা কর্ণপাত না করে অবৈধভাবে যৌথ মালিকানাধীন জায়গার ওপর স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। এর আগে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে উভয়পক্ষের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, কোনভাবেই পৌর নকশা বহির্ভূতভাবে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না এবং কোনভাবেই চলাচলের রাস্তার ওপর স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী দেশে বাইরে থাকায় বিজয় কুমার পাল গং এ সুযোগটি কাজে লাগিয়ে রাতের আঁধারে নিচ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত দুই ফুটের অধিক জায়গায় ঢালাই দিচ্ছে। এদিকে অভিযোগকারীরা বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে লিখিত অভিযোগ দেন।
ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী মুঠোফোনে বিষয়টি নিয়ে এর আগে উপরোক্ত সিদ্ধান্ত নেয়ার সত্যতা স্বীকার করে জানান, তিনি আগামী ১৭ এপ্রিল দেশে আসার পর সমস্যা-সমাধানে পদক্ষেপ নিবেন।
এ প্রসঙ্গে তপনেশ্বর পালের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









