স্টাফ রিপোর্টার :
বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বৃহস্পতিবার সকালে ফেনীতে বর্ষবরণ অনুষ্ঠান ও লোকজ মেলায় গণমাধ্যমের নিকট তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, “দুই বছর বিরতির পর আবারও এই আয়োজন শুরু হয়েছে বলে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজনকে আরও উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মাঝে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।”

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে প্রায় স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। করোনাকালের দুই ঘরবন্দী বৈশাখ পেরিয়ে তাই এবার চিরচেনা রূপে ফিরেছে বাঙালির প্রাণের বৈশাখ।
মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ ১৪২৯।
বৃহস্পতিবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ট্রাংক রোড প্রদক্ষিণ করে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জিপি প্রিয়রঞ্জন দত্ত, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, জেলা কালচারাল অফিসার এটিএম কামরান হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ এবং কবি-সাহিত্যিক, সাংবাদিক, প্রশাসনের আরও উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার প্রতিনিধি ব্যক্তিরা অংশ নেন। এছাড়া ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শোভাযাত্রায় রঙ-তুলির আঁচড়ে আঁকা ফেস্টুন ও বাঙালির ঐতিহ্যের নানা বিষয়বস্তু উপস্থাপন করা হয়। শোভাযাত্রা শেষে বালিকা বিদ্যালয়ে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। শুরুতে মঞ্চে শিল্পীরা এসো ‘হে বৈশাখ, এসো হে’ গানে মুখরিত হয়ে বাংলার নববর্ষকে বরণ করে নেয়।
এদিকে বর্ষবরণ উৎসবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন স্থানে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনস্থলে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









