স্টাফ রিপোর্টার :
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন সৌদি প্রবাসী নিহত হয়েছেন। তার নাম জয়নাল আবদীন (৪৭)। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুল জলিলের ছেলে ও একজন সৌদি প্রবাসী ছিলেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের জন্য ঈদের বাজার করার জন্য বাড়ী থেকে মোটর সাইকেলযোগে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন।
তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে মোটরসাইকেলে তাঁর পেছনের সীটে বসা কাজী মাহবুব হাসান (৩৫) নামে অপর একজন ছিলেন। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার চন্দ্রদ্বীপ গ্রামের বাসিন্দা ও ফেনীতে একজন ব্যবসায়ী। তাকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাসের ওপর দিয়ে চট্টগ্রাম মূখী লেন হয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। ফতেহপুর রেলওয়ে ওভারপাসের ওপর ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের আইলেনের সাথে ধাক্কা খেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়। মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গিয়ে মুমুর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীনকে মৃত ঘোষনা করেন। অপর আহত কাজী মাহবুব হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জয়নাল আবদীনের ভায়রা ভাই নেছার উদ্দিন জানান, জয়নাল ছয় মাসের ছুটিতে গত প্রায় চার মাস আগে বাড়ী আসেন। ছুটি শেষে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল। আজ শুক্রবার আসন্ন ঈদ উপলক্ষে স্ত্রী ও ছেলের জন্য কিছু ঈদ বাজার করার জন্য মোটরসাইকেলে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। বাড়ীতে বাবা-মা ছাড়াও তার স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রয়েছে। তার আর কোন দিন পরিবার বা স্ত্রী-পুত্রের জন্য ঈদের বাজার করা হবে না।
ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









