শহর প্রতিনিধি :
ফেনী জেলা পুলিশ আয়োজিত কেরাত প্রতিযোগিতায় দাগনভূঞার রামানন্দপুর মহিলা হাফেজিয়া মাদ্রাসার দুই ছাত্রীর দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে। দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্রী হল হাফেজা সুরাইয়া আক্তার, তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী হল তানিশা আক্তার।
ফেনী জেলা পুলিশের উদ্যােগে দিনব্যাপী ‘ক্বেরাত ও আযান’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিতরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার জয়নাল আবেদীন ও দেলআফরোজ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নুর জাহান বেগম, ফেনী জেলা পুনাক সভানেত্রী মোছাম্মৎ শামীমা আক্তার।
এসময় ফেনীর বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগী ও বিচারকগণ উপস্থিত ছিলেন।
বিজয়ীদের মধ্যে ক্বেরাত প্রতিযোগিতায় ক-গ্রুপে
১ম স্থান অর্জন করেছে মোহাম্মদ নুরুদ্দিন, ২য় স্থান অর্জন করেছে মোঃ আব্দুর রহমান ও ৩য় স্থান অর্জন করেছে মোহাম্মদ শাহাদাত হোসেন।
খ-গ্রুপে ১ম স্থান অর্জন করেছে মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদ, ২য় স্থান অর্জন করেছে হাফেজ জোবায়ের হোসেন ও ৩য় স্থান অর্জন করেছে।
গ-গ্রুপে ১ম স্থান অর্জন করেছে ফারহানা আক্তার তানিশা, ২য় স্থান অর্জন করেছে হাফেজা সুরাইয়া আক্তার ও ৩য় স্থান অর্জন করেছে তাসফিয়া সুলতানা তানিশা (১২)।
ঘ-গ্রুপে ১ম স্থান অর্জন করেছে সিমা আক্তার (১৫), ২য় স্থান অর্জন করেছে আছমা আক্তার (১৫) ও ৩য় স্থান অর্জন করেছে মিফতাহুল জান্নাত ওয়াসিফা।
এদিকে আযান প্রতিযোগিতায় ঙ-গ্রুপে ১ম স্থান অর্জন করেছে মো: ইছহাক (১১), ২য় স্থান অর্জন করেছে যোবায়ের হোসেন ও ৩য় স্থান অর্জন করেছে আরিফুল ইসলাম (১১)।
চ-গ্রুপে ১ম স্থান অর্জন করেছে হাফেজ জোবায়ের হোসেন (২৫)।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অতিথিবৃন্দ ক্বেরাত ও আযান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাথে নিয়ে ইফতার করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”