স্টাফ রিপোর্টার :
এদের কারও বাবা নেই, কারও মা নেই আবার অনেকে এতিম, আছে শারীরিক প্রতিবন্ধীও। তাদের বেশিরভাগই বেড়ে উঠেছে ঝুপড়ি ঘরে। অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপনে অভ্যস্ত এসব শিশুদের ঈদের আনন্দে আন্দোলিত হওয়া তো দূরের কথা, তিনবেলা পেটভরে খাবারই জোটে না। তাই ঈদের আনন্দ তাদের কাছে ম্লান। ফেনীতে এসব ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল।
রোববার (৩০ এপ্রিল) শহরের ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক ছিন্নমূল অসহায় শিশুদের হাতে ঈদ উপহার হিসেবে সুগন্ধি চাল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, চা-পাতা, কিচমিচ, বাদাম ও ঈদ সালামী উপহার দিয়েছে।
হাতে ঈদের উপহার ও নতুন টাকা পেয়ে উচ্ছ্বসিত অসহায় শিশু নাজমা। সে জানায়, তার বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে তিনবেলা ঠিকমতো ভাতও খেতে পারেন না তারা। নতুন টাকা পেয়ে খুবই খুশি হুমায়রা। এখন ঈদ তার ভালই কাটবে।

নাজমা ও হুমায়রার মত এতিম, অসহায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের উপহার আর ঈদের সেলামী তুলে দিতে সার্বিক তত্ত্বাবধানে ছিল এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর রশিদ জাফর, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের ইকবাল হোসেন চৌধুরী রুবেল, জহিরুল আলম ফরহাদ, ডা. অপূর্ব, রূপক কর্মকার, রেজাউল করিম হিমেল, তুহিন, আজিম উদ্দিন প্রমুখ।
শুসেন শীল বলেন, ঈদ উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর ওদের প্রাপ্তির আনন্দই স্বার্থকতা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









