স্টাফ রিপোর্টার :
বিগত দুই বছর মহামারী করোনার প্রভাবে মানুষ খোলা মাঠে এক সাথে ঈদের জামাত আদায় করতে পারেনি। দীর্ঘদিন পর সবাই একসাথে নামাজ পড়তে পারায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। করোনায় আমরা অনেক স্বজনদের হারিয়েছি। সকল স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে ঈদ জামাত পূর্ব আলোচনায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আলোচনায় একথা বলেন। তিনি ফেনীসহ সারা বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।
ফেনীতে ঈদের প্রধান ও সর্ববৃহৎ জামাত সকাল ৮টায় আলীয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে নামাজের ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
এতে নামাজ আদায় করেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
ইমাম মাওলানা মাহমুদুল হাসান নামাজ পরবর্তী মোনাজাতে করোনায় নিহত সকল স্বজনদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও ফিলিস্থিন, সিরিয়া, মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেন। বাংলাদেশের সমৃদ্ধির জন্যও দোয়া করেন আগত মুসুল্লিরা।
এছাড়াও ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, লমি হাজারী বাড়ি মসজিদে সাড়ে ৮টায়, জহিরিয়া মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ ও শান্তি কোম্পানি জামে মসজিদে ৮টা, ফেনী কোর্ট জামে মসজিদে ৭টা, পুলিশ লাইন মসজিদ, সার্কিট হাউজ জামে মসজিদ ও মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদ, ফেনী রেল স্টেশন জামে মসজিদে সাড়ে ৮টা, উপজেলা পরিষদ জামে মসজিদে ৯টা, জিএ একাডেমি হাই স্কুল মাঠে ৮টা ৪৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলা কারাগারে ৮টা ও বন্দীদের নিয়ে ঈদ জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









