স্টাফ রিপোর্টার :
আমাদের দেশ নদ-নদী, খাল-বিল জালের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, জলোচ্ছাস, ভূমিধ্বস, লবণাক্ততা ও প্রাকৃতিক দূর্যোগের ফলে ক্ষয়ক্ষতি হয় বেশি। কিন্তু বর্তমান সরকারের যথেষ্ট আন্তরিকতার কারণে দূর্যোগ ব্যবস্থাপনার ফলে প্রাকৃতিক দূর্যোগে মানুষের মৃত্যুর হার অনেকাংশে কমে গেছে। দূর্যোগ মোকাবেল বাংলাদেশ সারাবিশ্বে মাইলফলক। এছাড়াও সারাদেশে ৫৫০টি মুজিবকেল্লা তৈরি হবে। যার কার্যক্রম চলমান রয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। আপদকালীন পরিকল্পনা, দূর্যোগ হ্রাস পরিকল্পনা বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষকে সাথে নিয়ে যথাযথ উদ্যোগের ফলে আগামী দিনে দুর্যোগ সহনীয় বাংলাদেশ গড়তে হবে।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে ফেনীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে দূর্যোগে সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯ অবহিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম ইদ্রিছ আলী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। উন্মুক্ত আলোচনায় অংশ নেন- ফেনী জেলা রোভার স্কাউটস সম্পাদক এ কে এম মুজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুর নবী, জ্যৈষ্ঠ সাংবাদিক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব প্রমুখ।
এছাড়াও কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









