স্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঁঞা থানা পুলিশ চার জন পেশাদার গরু চোরকে গ্রেপ্তার ও কৃষকের চুরি যাওয়া একটি দুধেল গাভী ও বাছুর উদ্ধার করেছে। তারা হলেন- নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা বর্তমানে ফেনীর দহিনভূঁঞার বারাহি গোবিন্দ গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী জয়নাল আবদীন বিপ্লব (২০), ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মো. জাবেদ উল্যাহ অনিক (২৩), একই গ্রামের ছাইদুল হক (২৮) এবং পাশের রতনপুর গ্রামের আবদুল মন্নান মানিক (২৭)।
২২মে, রোববার তাদের চারজনকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও গরুর মালিক বেলাল হোসেন জানান, গত ৫ মার্চ ভোর রাতে দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক বেলাল হোসেনের গোয়াল ঘর থেকে একটি দুধেল গাভী বাছুরসহ চুরি করে নিয়ে যায় চোরের দল। অনেক খোঁজাখুজি করার পর প্রায় আড়াই মাস পর পাশের ফেনী সদর উপজেলার বিরলী গ্রামে তার বাছুরসহ গরুটির সন্ধান পায়। খবর পেয়ে দাগনভূঁঞা থানা পুলিশ ফেনী সদর উপজেলার বিরলী গ্রাম থেকে গরু ও বাছুর উদ্ধার করেন এবং চুরির সাথে জড়িত জয়নাল আবদীন বিপ্লব (২০), মো. জাবেদ উল্যাহ অনিক (২৩), ছাইদুল হক (২৮) ও আবদুল মন্নান মানিককে (২৭) গ্রেপ্তার করেন।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম চার গরু চোরকে গ্রেপ্তার এবং চুরি হওয়া একটি গাভী ও একটি বাছুর উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গরু চুরির কথা স্বীকার করেন। এ ঘটনায় গরুর মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে তাদেরকে ফেনীর আদালদের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









